খালেদা জিয়ার বাসার সামনে নেতাকর্মীদের ভিড়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/07/khaaledaa_jiyyaar_baasaar_saamne.jpg)
আর কিছুক্ষণ পরই বের হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসনের বের হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে বিদায় জানাতে তার বাসভবনের সামনে হাজির হচ্ছেন দুপুর থেকেই। আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফিরোজার সামনে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়।
জানা গেছে, কাতারে আমিরের পাঠানো দ্রুতগামী বিশেষ অ্যাম্বুল্যান্সে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ও ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আরও রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে।
এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১৬ জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।