নিখোঁজ ইদ্রিসের সন্ধান চায় তার পরিবার
চাঁদপুর সদর থানাথীন বাগাদী এলাকা থেকে একাই বের হন মো. ইদ্রিস খান (২৫)। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। নিখোঁজ ইদ্রিস খানের সন্ধান চেয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।
গত ২৮ নভেম্বর এ জিডি করা হয়। জিডি নম্বর-১৮৩৯। জিডি ট্র্যাকিং নম্বর-TKR6JI।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট, স্বাস্থ্য মোটামুটি, দুই হাতের সম্মুখে পোড়া চিহ্ন আছে। এ ছাড়া তার হাত পা সবসময় প্যারালাইসিস রোগীর মতো কাঁপতে থাকে।
নিখোঁজ ইদ্রিসের বাবার নাম- মো. হিরন খান। মাতার নাম- মনোয়ারা বেগম।
ইদ্রিস চাঁদপুর জেলার সদর থানার মমিনপুর গ্রামের বাসিন্দা। নিখোঁজ ইদ্রিসের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
– ০১৭৭৭-৪৯১৯৩০ (মামা)
– ০১৮১৬-৮৯৬৯৫৩ (ভাই)