সেতুর সংযোগ সড়ক না করে অর্থ আত্মসাত, প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের তিনটি সেতুর ৩ কিলোমিটার এইচবিবি সড়ক না করে টাকা উত্তোলন করে অর্থ আত্মসাৎ করায় সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ মো. আতোয়ার রহমানের আদালতে মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন সোহেল।
আসামিরা হলেন গোপালগঞ্জ জেলা পরিষদের তৎকালীন সহকারী প্রকৌশলী মো. আনিচুর রহমান (৩৯)। বর্তমানে তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। মামলার অপর আসামি হলেন ফরিদপুর জেলার মেসার্স হাবিব এন্ড কোং এর স্বত্বাধিকারী এস এম হাবিবুর রহমান। মামলা নং ০১, তারিখ ১৩/০১/ ২০২৫। ধারা দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তথ্য সহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের ওপর ৩টি সেতু নির্মাণ কাজ সম্পন্ন না করে বিলের সমুদয় অর্থ উত্তোলন করা ও সংযোগ সড়ক না থাকায় ওই ব্রিজে উঠতে গিয়ে এক দিনমজুরের বাম পা হারানোর ঘটনায় জেলা পরিষদে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানের তদারকিতে একটি দল গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে এর সত্যতা পান।
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচলক মো. মশিউর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের ওপর ৩টি সেতু নির্মাণ কাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে। পরে ১ জানুয়ারি অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাইবাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর দুর্নীতি দমন কমিশন থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় এবং মামলা দায়েরের অনুমতি প্রদান করে।
এলাকাবাসী জানায়, তিনটি সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় বিগত ৯ বছর ধরে তিন গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে পারাপারের সময় বাম পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।