আত্মসমর্পণের পর জামিন পেলেন চিন্ময়ের আইনজীবীসহ ৬৫ জন
চট্টগ্রাম আদালতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে নাশকতা ও পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের মামলায় ৬৪ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার এক হাজার টাকার বন্ডে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবীরা জানান, আলিফ হত্যার ঘটনার আগে ভাঙচুরের মামলায় ৬৪ জন আসামি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন। তারা প্রত্যেকেই আদালতের আইনজীবী।
অ্যাডভোকেট রুবেল পাল জানান, আদালত দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে পুলিশ প্রতিবেদন প্রদানের আগ পর্যন্ত এক হাজার টাকার বন্ডে ৬৪ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেন।
তবে চিন্ময় দাসের আইনজীবীদের জামিন দেওয়ায় বিক্ষুব্ধ চট্টগ্রাম লইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আলম। এ ঘটনার প্রতিবাদে আলিফ হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালত অবরুদ্ধ করে রাখার ঘটনায় সনাতন অধিকারকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার ৪ দিন পর আলিফের ভাই আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয় ৭৩ জন আইনজীবীকে। আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।