হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/17/fire-service.jpg)
রজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দুপুর সোয়া ২টার দিকে আগুনের খবর পায় তারা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম দুপুরে এনটিভি অনলাইনকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।’
রোজিনা ইসলাম আরও জানান, সাততলা ভবনের চতুর্থ তলায় চামড়ার গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
এদিকে বিজিবির সদরদপ্তর থেকে বলা হয়েছে, গুদামের আগুনে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।