যুবদলনেতা শামীম হত্যা : স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডুমুরিয়া উপজেলা যুবদলের ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হত্যা মামলায় তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৮) ও স্ত্রীর মামাতো ভাই মো. ওবায়দুল্লাহ হাওলাদার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, শামীমের সঙ্গে তার স্ত্রী বৃষ্টির বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ ছিল। এ কারণে শামীম প্রায়ই তার স্ত্রী বৃষ্টিকে মারধর করত। এর জেরে গত ২১শে আগস্ট বৃষ্টি তার মামাতো ভাই ওবায়দুল্লাহকে ডেকে এনে শামীমকে হত্যার পরিকল্পনা করে। তারা শামীমকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ একটি ডোবার মধ্যে ফেলে দেয়।
নিহত শামীমের মা রাশেদা বেগম রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ সুপার আরও জানান, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।