শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/26/bnp.jpg)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ৩৩নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ৩৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রহমানের আয়োজনে গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওয়ার্ডের মাজেদ সরদার সড়ক আশার আলো ক্লাব প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাসরিন রশিদ পুতুল। এ ছড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।