সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত
গবেষণা ও গতিবিধি নির্ণয়ে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত একটি কুমির সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বনের চরাপুটিয়া খালে ১২ বছর বয়সের সাত ফুট দৈর্ঘ্যের এ নারী কুমিরটি অবমুক্ত করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ও বনবিভাগ (আইইউসিএন)।
মূলত কুমিরের গতিবিধি নিয়ে গবেষণায় কাজ করছে তারা। আজ বিকেল ৪টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে কুমিরটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ড. রুচি, আইইউসিএন প্রতিনিধি মি. দীপু ও বনবিভাগের কর্মকর্তা মো. আজাদ কবির।
করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমিরের গতিবিধি নির্ণয়ে ও তা নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনের ভদ্রায় দুটি ও হাড়াবাড়িয়ায় দুটিসহ স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত করা হয়েছিল। গত বছর অবমুক্ত করা সেই কুমিরের গতিবিধি সংরক্ষণ ও তা নিয়েও গবেষণা চলছে বলেও জানান তিনি।