হাসপাতালের হিমাগারে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহের সৎকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/29/shariatpur_deadbody_news_0.jpg)
দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়।
দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারের গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। এদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। বাবুল সিংয়ের পরিচয় জানা যায়নি।
শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পরে কারাগারে পাঠান আদালত। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে কর্তৃপক্ষের। পরে কূটনৈতিক আলোচনা সাপেক্ষে মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।
এ ব্যাপারে জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) আসমা আক্তার পাপিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ দুই ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করা হচ্ছে। মরদেহ দুটি দীর্ঘদিন ধরে হাসপাতালের হিমাগারে রাখা ছিল। আমরা সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দিব।