আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা
জুলাই আন্দোলনে চোখে আঘাত পেয়ে গুরুতর আহতদের চিকিৎসা দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন তারা।
জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের দলে রয়েছেন—ডা. রোনাল্ড ইয়োহ, ডা. ব্ল্যাঞ্চ লিম জিয়াও, ডা. রুবেন ফু চাও, ডা. ডোনাল্ড তান ও ডা. নিকোল তান।
সকালে চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দেন তারা।
এসময় চিকিৎসা সেবা নিতে আসা আন্দোলনে আহতরা অভিযোগ করেন, যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। দাবি জানান দেশের বাইরে চিকিৎসা সেবার।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবাসহ, প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেবেন। এ ছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
১ ও ২ ফেব্রুয়ারি চিকিৎসক দলটি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ও বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত চক্ষুরোগীদের চিকিৎসাসেবা দেবেন।