‘দেশে চিকিৎসা ব্যয়ের ৭৪ শতাংশ রোগীকে বহন করতে হয়’

দেশে স্বাস্থ্য খাতে প্রতি ১০০ টাকা ব্যয়ের মধ্যে ৭৪ টাকা বহন করতে হয় রোগীকে এবং এটি বিশ্বে সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
আজ শনিবার (৩০ আগস্ট) দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ দেওয়া বক্তব্যে আসিফ সালেহ একথা বলেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘কোনো অসুখ হলে সেটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেজন্য সরকারি-বেসরকারি একটি সমন্বয় দরকার। সরকার বিভিন্ন পরিকল্পনায় স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। কিন্তু সেটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা, সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা ভাবতে হবে। আমাদের এ ব্যয়ে প্রাথমিক স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ থাকে না। প্রাথমিক স্বাস্থ্য খাতে আমাদের শক্তিশালী ব্যবস্থা নেই। শহর ও গ্রামের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে। এর পাশাপাশি একটি মাস্টারপ্ল্যান থাকতে হবে। বিশ্বের অনেক দেশে অসাধারণ সব মডেল আছে। থাইল্যান্ড তাদের মডেল ব্যবহার করে অসাধারণ উন্নতি করেছে। সে ধরনের মডেল আমরাও ব্যবহার করতে পারি।’
এসময় আসিফ সালেহ নগরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতে নগরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে স্থানীয় সরকারের অধীনে থাকে? বিশ্বের কোথায় এমনটা আছে? স্বাস্থ্য ব্যবস্থা এমন একটি মন্ত্রণালয়ের অধীনে কীভাবে থাকে, যারা স্বাস্থ্য সম্পর্কে কিছুই বোঝে না! এর জন্য প্রথমে প্রয়োজন সরকারের ভেতরের সমন্বয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরের যে বিভিন্ন বিভাগ আছে তাদের মধ্যে কোনো সমন্বয় নেই।’
আসিফ সালেহ বলেন, ‘গ্রামীণ পর্যায়ে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত চার স্তরের চিকিৎসা ব্যবস্থা আছে। কিন্তু নগরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থায় সে ধরনের সমন্বয় নেই, যার কারণে বড় ধরনের রোগের সংক্রমণে স্বাস্থ্যের অবকাঠামোগুলো ভেঙে পড়ে।’