কলেজে রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে : মোসাদ্দেক আলী
আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, ছাত্ররা আছে, রাজনীতি কলেজে থাকবে। কিন্তু, পরিস্থিতি যেন এমন না হয়ে যায়; রাজনীতিটা শিক্ষার আগে চলে যায়। আমি সব রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি। আমি অনুরোধ করব, রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে।
শনিবার (১ ফেব্রুয়ারি) আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোসাদ্দেক আলী এ কথা বলেন। বক্তব্যের শুরুতে মোসাদ্দেক আলী ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া তিনি জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের সুস্থতা কামনা করেন।
মোসাদ্দেক আলী বলেন, এই আব্দুল মান্নান ডিগ্রি কলেজ আমার বাবার নামে। আজকে একটি আনন্দের দিন। ১৯৯৫ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত করা হয়েছে। ৩০ বছর হয়ে গেছে। এ প্রতিষ্ঠানটি করার পেছনে এলাকাবাসী আমাকে অনেক সহযোগিতা করেছেন। দু-একজনের নাম বলতেই হয়। বিশেষ করে আমাদের তৎকালীন সংসদ সদ্য নিয়ামুতুল্লাহ সাবু, এ এলাকার কৃতি সন্তান হাবিবুর রহমান হাবিব, যিনি বিকেএসপিতে ছিলেন। এ এলাকার আরেক কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মতিউর রহমানসহ এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছেন। এ কলেজের সাবেক প্রিন্সিপালও সহযোগিতা করেছেন। উনি আজকে দুনিয়াতে নেই। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। এ এলাকার মানুষ আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন বলে আমি এ প্রতিষ্ঠানগুলো করতে পেরেছি। সব সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জিম্মাদারিতে আছে, আমরা চেষ্টা করছি।
মোসাদ্দেক আলী আরও বলেন, এ কলেজের উন্নয়নে কিছু দাবির কথা বলেছেন। এ কলেজের উন্নয়ন তো আমারও একটা দাবি। এ তো আমারই কলেজ, আমাদেরই কলেজ। এ কলেজের উন্নয়নে যা করা দরকার, আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে ভালো রেজাল্ট দেন; আমি কথা দিচ্ছি, আপনারা যা দাবি করেছেন, সব পূরণ হবে ইনশাল্লাহ।