লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী
দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। লন্ডনে তার আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়। দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির নেতারা ছুটে যান এনটিভির লন্ডন স্টুডিওতে। এ সময় তারা মতবিনিময়ের পাশাপাশি এনটিভির কাছে তাদের প্রত্যাশাও তুলে ধরেন।
এনটিভি চেয়ারম্যানের লন্ডনে আগমন উপলক্ষে সোমবার (২৮ জুলাই) এনটিভি ইউরোপ এক মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে। বিকেলে প্রিয় প্রতিষ্ঠান এনটিভির ইউরোপ কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন কর্মীরা।
এ সময় এমসিআর, নিউজ স্টুডিওসহ কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন এবং কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনটিভির চেয়ারম্যান। এরপর তিনি মতবিনিময় সভায় আসা ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে কাছে পেয়ে কমিউনিটির নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এনটিভির সঙ্গে হৃদয়ের টানের কথা তুলে ধরেন।
অতিথিদের অনেকেই স্মরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর আপসহীন মনোভাবের কথা এবং শত প্রতিকূল পরিস্থিতিতেও এনটিভির সাহসিকতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরার কথা।
আনুষ্ঠানিক বক্তব্যে এনটিভির পরিচালক মোস্তফা সারোয়ার ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দর্শকদের সেবক হিসেবে উল্লেখ করেন।
এনটিভি চেয়ারম্যান বলেন, সারা পৃথিবীতে এনটিভির অনেক অফিস থাকলেও ঢাকার পরে এনটিভি ইউরোপের স্টুডিওই বড় সেট-আপের। তিনি অতিথিদের নানা চাওয়া-পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বাইরে একমাত্র লন্ডন থেকেই এনটিভি আলাদা নিউজ সম্প্রচার করে, যা অতি গুরুত্বের বহিঃপ্রকাশ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি এনটিভি এ ব্যাপারে সোচ্চার হবে বলেও আশ্বস্ত করেন মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি আশ্বাস দেন, এনটিভি ইউরোপের প্রয়োজনে সিইও সাবরিনা হোসাইন আমন্ত্রণ জানালে তিনি আবারও এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করবেন।