আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত চারজনের লাশ উত্তোলন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/01/aashuliyyaa.jpg)
সাভারের আশুলিয়ায় আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া চারজনের মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ভাদাইল পবনার টেক, বুড়িরবাজার আমবাগান ও ইউনিক চাড়ালপাড়া এলাকার দরগারপাড় কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করা হয়।
ভাদাইল পবনার টেক থেকে উত্তোলন করা হয়েছে আশরাফুল ইসলাম, ইউনিক চাড়ালপাড়া এলাকার দরগারপার কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগর (২৮), বুড়ির বাজার আমবাগান কবরস্থান থেকে আবুল হোসেন (৩৪) ও অজ্ঞাতপরিচয় আরেকজনের লাশ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ‘আজকে সকাল থেকেই আদালতের নির্দেশে ৫ আগস্ট নিহত চারজনের লাশ উত্তোলন করেছি। এর আগে নিহতের স্বজনরা আদালতে মামলা করলে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। উত্তোলন করা লাশগুলোর সুরতহাল শেষে ডিএনএ টেস্ট করা হবে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/01/aashuliyyaa-2.jpg)
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সদ্য যোগ দেওয়া নূরে আলম সিদ্দিক। তিনি জানান, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের সুরতহাল এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আজকে আদালতের নির্দেশে লাশগুলোর পরিচয় শনাক্তের জন্য উত্তোলন করা হয়েছে।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মাসুদ জানান, প্রতিটি লাশের সুরথান শেষে প্রতিবেদন প্রস্তুত করে মানববন্ধনের জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।