বিএনপির মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা, আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ার) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে এ ককটেল হামলা হয়।
বিএনপি নেতাদের দাবি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যমুনা ব্রিজের পূর্ব পাশে এলে হঠাৎ ছয়টি ককটেল নিক্ষেপ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ হলে আহত হয় বিএনপির পাঁচ নেতা।
ঘটনার পর তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।
হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নুর নবী বকুল।
আহতদের মধ্যে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও সাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিবুল বলেছেন, অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে যেই জড়িত হোক তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
জেলা যুবদলের সভাপতি মুন্নাফ মুকুল বলেন, ককটেল হামলার সঙ্গে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। এরা সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপি এটি প্রতিহত করবে ইনশা আল্লাহ।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।