সাভারে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, দেশীয় অস্ত্রসহ আটক ৬
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/savar.jpg)
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার প্রুডেন্ট ফ্যাশন এলটিডি পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের গোলাগুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, বিকেলে কাইচাবাড়ি এলাকায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক গ্রুপের হাতে দেশীয় অস্ত্র ছিল। মুখোমুখি অবস্থানকালে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে ৩৫টি দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গুলি ছোড়ার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।