খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/khagrachori_1.jpg)
গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেন। ফাইল ছবি
খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে বোয়ালখালী গুরু বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান পশ্চিম থানা পাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বোয়ালখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দীঘিনালা থানায় গত ৩ ফেব্রুয়ারি একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।