হালুয়াঘাট সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ জব্দ

হালুয়াঘাট সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
ময়মনসিংহের হালুয়াঘাট গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী আচকিপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
মেহেদি হাসান জানান, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদে খবর পেয়ে বিজিবি টহল দল আচকিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা প্রায় ৯ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ঔষধগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।