পানছড়িতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/3.jpg)
খাগড়াছড়ির পানছড়িতে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পানছড়ি ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন (৩৯), বাংলাদেশ ছাত্রলীগ উল্টাছড়ি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম (২৫) এবং পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বেলাল (৫০)।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আজ গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে। জুলাই-আগস্ট আন্দোলনের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের অন্তত ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।