অপারেশন ডেভিল হান্ট : জামালপুরে গ্রেপ্তার ১২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/jamalpur_2.jpg)
জামালপুরে অপারেশন ‘ডেভিল হান্ট’র তৃতীয় দিনে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি ব্রহ্মোত্তর এলাকার আওয়ামী লীগ কর্মী মো. সাইদুর রহমান (৪৭), সরিষাবাড়ীর হাটবাড়ী এলাকার বাসিন্দা ও ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন (৩০), ইসলামপুরের লক্ষীপুর বালুর চর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হুমায়ুন রশিদ ওরফে দুলাল মিয়া (৪৫), শিরাজাবাদ খানবাড়ি এলাকার বাসিন্দা ও পলবান্ধা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাজেদুল ইসলাম খান ওরফে শামীম (৩৫), উত্তর সিরাজাবাদ এলাকার বাসিন্দা ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. তানজিল হোসেন (২৫), মাদারগঞ্জের বানিকুঞ্জ এলাকার বাসিন্দা ও মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ (৫৭), চর মদন গোপাল এলাকার বাসিন্দা ও সিধুলী ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. আলম হোসেন (৩২), গজারিয়া এলাকার বাসিন্দা ও ৬নং আদারভিটা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মোহাম্মদ আমেজ উদ্দিন (৪২), মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার বাসিন্দা ও মেলান্দহ উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক মো. সুজাউল হক সুজন ফারাজী, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী আকন্দপাড়া এলাকার বাসিন্দা ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম কাজী (৬৫), ডালাবাড়ী এলাকার বাসিন্দা ও দেওয়ানগঞ্জ উপজেলা তাতীলীগের সভাপতি মো. সুলতান (৫৪), বকশীগঞ্জ উপজেলার বালুগাঁও ধানুয়া কামালপুর এলাকার বাসিন্দা ও বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবলীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. গোলাম রব্বানী (৩৩)।
জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় সোমবার রাতে জামালপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ আওয়ামী লীগ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতায় গ্রেপ্তার এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্টের অভিযোগ রয়েছে।