প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ডেভিলদের হান্ট করুন : জুয়েল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/bienpi_juyyel.jpg)
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, এখনো প্রশাসনের শীর্ষ স্থান থেকে শুরু বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন শুরু করেছে, আপনারা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে ডেভিলদের যেইভাবে হান্ট করছেন ঠিক তেমনি প্রশাসনে ঘাপটি মেরে থাকা ডেভিলদেরও হান্ট করুন।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসরদের এই দেশে রেখে গেছে। ঐসব দোসররা বিভিন্নভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে হবে এবং সমূলে উৎপাটিত করতে হবে।
জুয়েল বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, বিএনপি তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, নিজেদের প্রতিনিধি নিজেরাই বাছাই করতে চায়। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নাই; জনগণের প্রত্যাশা ক্ষীণ হয়ে যাচ্ছে।’ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার।
শরীফ উদ্দিন জুয়েল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করবে।’ তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার কথা স্মরণ করে বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদের বসে থাকলে চলবে না, দেশকে সঠিক ভাবে পরিচালনা করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, ‘যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, ২৮ শে অক্টোবর পরবর্তী আন্দোলন এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে যুবদলের ভবিষ্যত নেতৃত্ব তারাই দিবে।’
যুবদলের এই নেতা তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যতো ত্যাগী নেতাই হোক।
৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের এই সভায় সভাপতিত্বে ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মোড়ল। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ, জুলহাস আহমেদ প্রমুখ।