বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বয়ান ও তালিম
তাবলীগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি)। বয়ান, তালিম, মুজাকারা ও চিল্লাবন্দি হওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম।
আগামীকাল রোববার বেলা ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এই পর্ব।
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের উদ্দেশে আজ ফজর নামাজের পর থেকে ইসলামের নীতি আদর্শে জীবন গঠনমূলক বয়ান হয়। সকাল ১০টা থেকে প্রতিটি খিত্তায় এখন চলছে তালিমের কার্যক্রম। স্কুলের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য চলছে আলাদা দিকনির্দেশনামূলক আলোচনা।
ইসলামের আলোকে জীবন গঠন করে সারা বিশ্বে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে খুশি করার জন্য ইজতেমায় এসেছেন, এমন কথাই জানালেন ইজতেমায় আগত মুসল্লিরা।
ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসুল্লি। ইজতেমা ময়দানে আজ শরীয়তপুরের আজিজ শেখ নামের এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবার ইজতেমা ময়দানে তিনজন মারা গেলেন।
আগামীকাল অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান, এবার মহাসড়কে যানবাহন চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না। মোনাজাত চলাকালে এবং তার আগে-পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
আগামীকাল আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
আগামীকাল আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় আটটি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা–এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
ইজতেমা আয়োজনে প্রশাসনিক প্রস্তুতি ও সহযোগিতার প্রশংসা করে নিজামুদ্দিন মারকাজ বাংলাদেশের সুরার প্রধান মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ইসলাম বলেন, ‘বর্তমান সরকার আমাদের ইজতেমা আয়োজনে চমৎকার ব্যবস্থা করেছে। আগামীতে যাতে পরস্পরের প্রতি হিংসা-বিদ্বেষ ছাড়া ভালোভাবে দ্বীন ইসলামের কাজ করতে পারি, এই বার্তা জানিয়েছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে।’
আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।