ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। রাতভর কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নৈকট্যলাভের চেষ্টা করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
এ বছর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হয়। আরবী পঞ্জিকা অনুযায়ী শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতে সারা বিশ্বের মুসলমানেরা শবে বরাত পালন করে থাকে।
গতকাল বিপুল সংখ্যক মুসল্লিকে কবরস্থানে গিয়ে স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে দেখা যায়। এ ছাড়া গরিব ও দুস্থদের মাঝে অর্থ, খাবার ও মিষ্টান্নও বিতরণ করা হয়।
পবিত্র এ রাতে মুসলমানরা আল্লাহর ইবাদত বন্দেগি করে থাকেন এবং তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
বিশ্বাস করা হয়, এ রাতে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং রাতটি পুরো বছরের জন্য সৌভাগ্য নির্ধারণ করে দেয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাত উপলক্ষে দেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।