উদ্বোধনের পরই জমে উঠেছে মোটরসাইকেল হাট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/16/motor_cycle_hat.jpg)
মোটরসাইকেল হাট দেশের উত্তরাঞ্চলের একটি পরিচিত নাম হলেও ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য তা একেবারেই নতুন। জেলার সীমান্তঘেসা উপজেলা কসবায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো আয়োজন হয় মোটরসাইকেল হাটের। কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে কুটি চৌমুহনী এলাকায় জমে উঠেছে এ হাটটি। হাটে উপজেলার শাহপুর, বিশারাবাড়ি, কুটি, বুগীর ও পাশের উপজেলা নবীনগর-আখাউড়া থেকেও এসেছেন ক্রেতা-বিক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, বাজাজ পালসার, হিরো গ্ল্যামার, হোন্ডা, জারাসহ বিভিন্ন কোম্পানির ও মডেলের পুরাতন মোটরসাইকেল উঠেছে এ হাটে। তবে, নতুন মোটরসাইকেলের তুলনায় পুরাতন মোটরসাইকেলের চাহিদায় বেশি।
হাটে মোটরসাইকেল বিক্রি করতে আসা নাহিদ নামে এক বিক্রেতা বলেন, প্রথম দিনেই যে পরিমাণ ক্রেতা দেখছি তাতে মনে হচ্ছে খুব অল্প সময়ে শখের মোটরসাইকেলটি বিক্রি করে দিতে পারব।
ফয়সাল নামে আরেকজন বিক্রেতা বলেন, হিরো ব্র্যান্ডের স্প্ল্যান্ডার মডেলের একটি মোটরসাইকেল নিয়ে এসেছি বিক্রির জন্য। ৬৫ হাজার টাকা দাম চেয়েছি। ৬০ হাজার হলেই দিয়ে দেব।
হাট পরিচালনা কমিটির সদস্য সোহান আজম বলেন, কসবায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের দারুণ চাহিদা থাকায় আমরা এ হাটের আয়োজন করেছি। হাটের বিক্রিত প্রতিটি মোটরসাইকেল থেকে বাজার পরিচালনা কমিটি খাজনা বা চেক পাবে দুই শতাংশ করে। সপ্তাহের প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে হাটের।