বিনোদনকেন্দ্র থেকে সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী গ্রেপ্তার
যশোরে নিজের মালিকানাধীন বিনোদনকেন্দ্রে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে ‘শ্যামল ছায়া’ বিনোদন কেন্দ্র থেকে সালাহউদ্দিন মিয়াজী গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশ। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যা থেকেই গ্রামবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা ওই বিনোদনকেন্দ্রটি অবরুদ্ধ করে রাখেন। সালাহউদ্দিন মিয়াজী ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও তার বাড়ি যশোর শহরের রেলগেট এলাকায়। তার মালিকানাধীন ‘শ্যামল ছায়া’ নামের বিনোদনকেন্দ্রটি যশোর শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে রুদ্রপুর গ্রামে অবস্থিত।
ঘটনাস্থলে থাকা নাগরিক কমিটির সদস্য আমানুল্লাহ জানান, সালাহউদ্দিন মিয়াজী বিনোদনকেন্দ্রটিতে অবস্থান করছেন কিনা তা জানতে তারা আটজন মঙ্গলবার বিকেলে সেখানে যান। এ সময় বিনোদন কেন্দ্রের লোকজন তাদের এক কর্মীকে মারধর করে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে বিনোদনকেন্দ্রটি অবরুদ্ধ করে স্লোগান দেন। একপর্যায়ে তাদের সঙ্গে গ্রামবাসীও যোগ দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, মঙ্গলবার যশোরে বিএনপির বড় সমাবেশ ছিল। এটাকে কাজে লাগিয়ে সালাহউদ্দিন মিয়াজী সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছিলেন। ছাত্র প্রতিনিধি ও গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যায়।
সালাহউদ্দিন মিয়াজীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাজী বাবুল ও যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া। পুলিশ জানায়, ঝিনাইদহে সালাহউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে মামলা আছে। তাকে ঝিনাইদহ পুলিশের হেফাজতে দেওয়া হবে।