ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তারাবির নামাজ পড়েন শতশত মুসল্লি

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সালাতুল তারাবি আদায় করেন শতশত মুসল্লি। রেলস্টেশন মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় সম্প্রসারিত জামাতের অংশ এটি।
সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মসজিদের বাইরে সারি সারি হয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা। জানা গেছে, রোজার মাস ছাড়াও প্রতি শুক্রবার জুমার নামাজের সময়ও এমন চিত্র দেখা যায় এই স্টেশনে।
সোহেল রানা ভূইয়া নামে একজন জানান, তারাবি নামাজের সময়টাতে এপাশের লাইনে ট্রেন না থাকায় মুসল্লিদের কোনো ঝুঁকি থাকে না। যাত্রীদের অসুবিধা হওয়ার মতো কোনো ব্যাপারও থাকে না। রেলওয়ে মসজিদে সারাদিনই স্থানীয় মুসল্লিতে ভরপুর থাকে। মসজিদটি রিমডেলিং করে দ্বিতল বা বহুতল করা হলে ধারণ ক্ষমতা বাড়বে।
স্টেশন হেড বুকিং ও স্টেশন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন এনটিভি অনলাইনকে জানান, মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় প্রতি রমজানে ও জুমা বারে মুসল্লিদের রাস্তায় ও প্ল্যাটফর্মে নামাজ আদায় করতে হয়। মসজিদের খরচ চালাতে মসজিদ কমিটিকে হিমসিম খেতে হয়। মসজিদটি যদি বহুতল করা যেতো, তাহলে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পাশাপাশি মসজিদের আয়ও বাড়ত।