জামালপুরে আওয়ামী লীগনেত্রী আটক

আটক মাবিয়া আক্তার রিক্তা। ফাইল ছবি
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মাবিয়া আক্তার রিক্তাকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জুলাই-আগস্ট মাসের ঘটনার পর থেকে মাবিয়া আক্তার রিক্তা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় আনা হয়।
ওসি আবু ফয়সল মো. আতিক আরও বলেন, তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে। মাবিয়া আক্তার রিক্তা মেষ্টা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।