কান্নার শব্দ শুনে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মহাসড়কের পার্শ্ববর্তী ঝোপ থেকে কান্নার শব্দ শুনে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া খেলার মাঠ সংলগ্ন রাস্তার বিপরীত অংশের ঝোপ থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। পরে সেখানে কাঁথায় মোড়ানো একটি মেয়ে নবজাতক পাওয়া যায়। খবর পেয়ে সরাইল থানার পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি রফিকুল হাসান আরও বলেন, শিশুটির বয়স এক বা দুদিন হবে। উদ্ধারের পর নবজাতককে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে৷ এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশন কর্মকর্তাকে জানানো হয়েছে।
সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন বলেন, অজ্ঞাত নবজাতককে শিশু বিভাগে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহমেদ বলেন, শিশুটি সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন। বাবা-মা কিংবা কোনো স্বজন না পাওয়া গেলে শিশুটিকে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দত্তক দেওয়া হবে অথবা সমাজসেবা অধিদপ্তর থেকে লালনপালনের সিদ্ধান্ত নেওয়া হবে।