আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: এনটিভি
সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।
আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড। ছবি: এনটিভি
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শেষ খবর দুপুর আড়াইটা পর্যন্ত এখনও ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস।