সব মেডিকেলে ক্লাস বর্জন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালে ক্লাস-পরীক্ষা বর্জন ও ইন্টার্ন চিকিৎসকেরা আজ শনিবার (৮ মার্চ) কর্মবিরতি পালন করবেন। পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি ঘোষণা দিয়েছে।
ঘোষণায় জানানো হয়, সব মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও সংশ্লিষ্ট স্টাফদের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে—
৮ মার্চ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সারা দেশে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন করবে।
বেলা ১১টায় সারা দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন বা বিক্ষোভ মিছিল পালন করবেন। দুপুর ১টায় বিক্ষোভ মিছিল বা মানববন্ধন শেষ করে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ডিরেক্টর, প্রিন্সিপাল, এইচওডি, মিড লেভেলসহ সব সরকারি ও বেসরকারি ট্রেইনিদের কাছে স্মারকলিপি প্রদান করবেন।