বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে, চিকিৎসাসেবা ব্যাহত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) তৃতীয় দিনের মতো চলছে। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা ও চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার (১৭ আগস্ট) থেকে লাগাতার এই কর্মবিরতি পালন করছেন তারা।
এই ধর্মঘটের ফলে গত তিনদিন ধরে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইনডোর ও আউটডোর উভয় বিভাগেই রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না।
জানা গেছে, বরিশালে চলমান স্বাস্থ্যসেবা খাতের সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন রোববার আন্দোলনকারী এবং শেবাচিম হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওইদিন ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় হাসপাতালের ইনডোর মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ কুমার আহত হন। এর আগে গত বৃহস্পতিবারও আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছিল। এসব ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা রোববার থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন।
শেবাচিম হাসপাতালের মিড লেভেল ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাখাওয়াত হোসেন সৈকত বলেন, অবিরাম কর্মবিরতি চললেও আমরা জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছি। পরিচালকের অনুরোধে চিকিৎসকরা ইনডোর ও আউটডোরে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তাই যদি না থাকে তাহলে কীভাবে কাজ করব আমরা?
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির বলেন, জরুরি সেবা স্বাভাবিকভাবেই চলছে। হামলা ও মারধরের পর ডাক্তাররা ভয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন, পরে পুলিশি পাহারায় জরুরি চিকিৎসাসেবা চালু করা হয়। সমস্যার সমাধানে আলোচনা চলছে এবং খুব শিগগিরই ইন্টার্ন ডাক্তাররা কাজে ফিরবেন।