দুই দফা দাবিতে বিচারবিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

আদালত সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দুই ঘণ্টা কর্মবিরতি করেছেন।
আজ সোমবার (৫ মে) বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সকাল ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি শুরু হয়।
এ বিষয়ে আদালতের প্রসেসারভার (জারিকারক) রিপন মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘দুই দফা দাবিতে আমরা কর্মবিরতি করেছি। দাবি দুটি হলো-বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা; বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেল এবং নিয়োগ ও পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন।
এদিকে একই দাবিতে সারা দেশের আদালতসহ ঢাকা জেলায় এ কর্মসূচি পালন করে বিচারবিভাগীয় কর্মচারীরা। দুই ঘণ্টা পর আদালতের কার্যক্রম শুরু হওয়ায় বিচার প্রার্থী ও সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েন।