নারী দিবস সম্পর্কে জানেনই না অনেক গৃহকর্মী

প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও আজ শনিবার নারী দিবস পালিত হচ্ছে। নারী দিবস সম্পর্কে জানেন না বহু গৃহকর্মী। দিনটিকে ঘিরে তাদের নিয়ে থাকে না কোনো আয়োজন। দিনটি তাদের অন্যান্য সাধারণ দিনের মতোই গৃহস্থালি কাজ করে কেটে যায়।
রাজধানীর হাজারীবাগে থাকেন গৃহকর্মী স্বপ্না। তার স্বামী সিএনজি চালিত অটোরিকশার চালক। কিন্তু ঢাকার মতো ব্যয়বহুল শহরে স্বামীর একার আয়ে জীবিকা নির্বাহ করা কঠিন। তাই তিনিও কয়েকটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন।
আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে জানতে চাইলে স্বপ্না বলেন, ‘আমরা কোনো দিবস বুঝি না। অভাবের তাড়নায় সংসার চালানোর জন্য ঢাকায় এসেছি।’
স্বপ্না আরও বলেন, ‘পুরুষরা বাহিরে কাজ করলেও আমরা মানুষের ঘরে কাজ করি। তাদের মতো পরিশ্রম করলেও বেতন এক হয় না। প্রতিদিন ৭টায় কাজে বের হই। দুপুরে ঘরে এসে সন্তানদের জন্য রান্না করে আবার কাজে যাই। সাধারণত গৃহকর্ত্রী কোনো ছুটি দিতে চান না। নারী দিবসে আর বিশেষ কী করব?’
অপরদিকে মাহমুদা আক্তার রহিমা কাজ করেন ধানমণ্ডিতে। তিনি বলেন, প্রতিদিন হেঁটে কাজ করতে যান। আট বছর বয়স থেকে গৃহকর্মীর কাজ শুরু করেন তিনি। তিনটি বাসায় কয়েক ঘণ্টা করে কাজ করে যে টাকা রোজগার করেন, তা মায়ের হাতে তুলে দেন। তিনি স্বামীর কাছে শুনেছেন আজ নারী দিবস। এটুকুই শুধু তিনি জানেন। আর বেশি কথা না বলে দ্রুত হেঁটে চলে যেতে থাকেন কর্মস্থলের দিকে।
রত্না নামের আরেক গৃহকর্মী বলেন, ‘সারা দিন পরিশ্রম করে যা আয় হয়, তা গ্রামে পাঠাই। বৃদ্ধ মায়ের কাছে আমার ছোট মেয়ে থাকে। ঢাকায় পরিবার নিয়ে থাকলে সব টাকা খরচ হয়ে যায়। তিনি বলেন, সরকারিভাবে নারী দিবসে বাধ্যতামূলক নারীদের সব কাজে ছুটি হলে ভালো হতো, একটু বাড়ি যেতে পারতাম।’