মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আট বছর ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দোর আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার সেকান্দোর আলী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মার্চ বিকেল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুদের পরিবার দাবি করে, ওই দুই শিশু নিজেদের পরিবারের সঙ্গে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকত। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ধর্ষণ করে সেকান্দোর।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী এক শিশুর মা।
ওসি মোহাম্মদ সাইফুল আলম আরও জানান, দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।