রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১২

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মোস্তফা ওরফে আকাশ (২২), মো. বিল্লাল হোসেন (২০), মো. রিয়াজ মাহমুদ (২১), মো. রিপন মিয়া (২২), মো. শামিম মোল্লা (২৩), মো. টুকু মিয়া (৫২), মো. সোহেল (২৫), মো. শামিউল খান (৪৮), মো. টিপু (২৯), মো. সুজন সরদার (৪২), মো. সোহেল শেখ (২৮) ও মো. মজিবর হাওলাদার (৪৬)।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।