সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া মেজর আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।
এসময় উদ্ধার করা হয় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী।
আটক বাসিদুর রহমান (৩৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কাজে সন্দেহ হলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদের পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।