শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলেকে পুলিশে দিলেন স্থানীয়রা

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামের এক জেলেকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক সুজন দাস পেশায় একজন জেলে। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করেন সুজন দাস। বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যান সুজন। এ সময় পুকুরপাড়ে ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে পালিয়ে আসে শিশুটি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, আটক জেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।