এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আমরা মনে করি এনআইডির (জাতীয় পরিচয়পত্র) কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। এর বাহিরে যদি কাঠামোগত কোনো বিষয় থেকে থাকে, এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘আমরা ২০০৭ সাল থেকে এই ব্যবস্থাটা গড়ে তুলেছি। আমাদের কারিগরি দক্ষতা আছে। এখান থেকে আমরা কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে সেবা সম্প্রসারণের ক্ষেত্র তৈরি করছি। কাজেই যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটিকে আবার নতুন করে গড়ে তোলার চেয়ে প্রতিষ্ঠিত পদ্ধতিকেই সম্প্রসারণ করা যৌক্তিক বলে মনে করি। এটাই আমরা বারবার বলে আসছি।’
ইসির অধীনেই এনআইডি সুরক্ষিত কি না জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ১৮২টি সংস্থা ইসির কাছ থেকে তথ্য নিচ্ছে। সুরক্ষিত বলেই তারা তথ্য নেয়।
কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘যারা মানববন্ধন করেছেন তারা আমাদেরই সহকর্মী। তাদের দাবি ঠিক আছে।’
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি কর্মকর্তারা আন্দোলন করতে পারেন কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘কারও ভোগান্তি হোক, এটা আমরা চাই না। তবে এটি নিষ্পত্তি করতে যদি দেরি হয়ে থাকে, সেটার জন্য নিশ্চয়ই যুক্তিসংগত কারণ থাকে। সেই কারণ নিষ্পন্ন হলেই ভোগান্তি থাকবে না।’