জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত ১৬৯ জন

জীবিত মানুষ। অথচ ভোটার তালিকায় তিনি মৃত। দেশে এমন ভোটারের সংখ্যা ১৬৯টি। এ ক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা জীবিত অথচ মৃত স্ট্যাটাসে থাকা ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ কাজে যুক্ত থাকা ইসির এক কর্মকর্তা জানান, বেঁচে আছেন কিন্তু ভোটার তালিকায় মৃত হিসেবে ১৬৯ জনের নাম রয়েছে। এটা আমাদের নজরে আছে। দ্রুতই তাঁদের জীবিত স্ট্যাটাসে তালিকাভুক্ত করা হবে।
ইসি সূত্র বলছে, ভোটার তালিকায় থাকা মৃত ব্যক্তিরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়। সে জন্য ইসি চেষ্টা করছে এ সমস্যা সমাধানের জন্য। জীবিত থেকেও মৃত- এমন ভোটারের সংখ্যা আগে আরও বেশি ছিল। এখন বলা চলে অনেক কমে গেছে।
প্রতিবেদনে থেকে জানা যায়, জীবিত থেকেও মৃত এমন ভোটার বরিশাল অঞ্চলে (ইসির প্রশাসনিক অঞ্চল) রয়েছেন আটজন, সবচেয়ে বেশি চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে রয়েছেন তিনজন, রাজশাহী ও রংপুর অঞ্চলে রয়েছেন যথাক্রমে চার ও ছয়জন, সিলেট অঞ্চলে এমন ভোটার রয়েছেন ৩৬ জন।
সবশেষ হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থা। এতে দেশে আরও ৬০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।