ব্যাগভর্তি উপহারে হাসি ফুটল প্রতিবন্ধী শিশুদের মুখে

সাধারণ একটি কালো ব্যাগ। বাইরে সোনালী লোগো। ভেতরে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও মিষ্টি দিয়ে সাজানো। এই ঈদ উপহার হাতে পেয়ে উচ্ছ্বাস লুকাতে পারেনি প্রতিবন্ধী শিশুরা। কেউ অবাক চোখে তাকিয়ে ছিল ব্যাগের দিকে, কেউবা ব্যাগের ভেতরের জিনিসগুলো দেখার জন্য তাড়াহুড়ো করছিল।
আজ শুক্রবার (১৪ মার্চ) তিন শতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে এই উপহার বিতরণ করে কৃষিবিদ গ্রুপ। মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মহম্মদপুর সমন্বয় প্রতিবন্ধী সংস্থা।
প্রতিবন্ধী শিশু রফিকুলের বাবা বলেন, ‘আমার ছেলেটা চলাফেরা করতে পারে না। আজ ওর মুখে যে হাসি দেখেছি এইটাই আমার সবচেয়ে বড় উপহার।’
স্থানীয়রা জানান, এই ধরণের উদ্যোগ প্রতিবন্ধী ও অসহায় শিশুদের জীবনের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়।

ঈদ উপহার বিতরণের পাশাপাশি মহম্মদপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের জন্য স্বনির্ভরতার উদ্যোগও নিয়েছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।
ড. আলী আফজাল তার বক্তব্যে প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা সবসময়ই মানুষের পাশে দাঁড়াতে চাই। বাঁশ, বেত অন্যান্য সব দিয়ে হস্তশিল্প তৈরি করা সম্ভব। আমরা ডিজাইন, পুঁজি, শেড সরবরাহ করব। আপনারা উৎপাদন করবেন।’
ড. আলী আফজাল বলেন, ‘বাজারযোগ্য পণ্য তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। বিক্রির দায়িত্বও আমাদের। লাভের পুরো অংশ পাবেন আপনারাই।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সরকারি আর.এ.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম, সাংবাদিক, মহম্মদপুর সমন্বয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি ও নেতৃবৃন্দরা।