পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. সুলাইমান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)।
আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা ও এনজিও কর্মী।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে সোলাইমান শিশু সন্তান জুনায়েদকে নিয়ে মোটরসাইকেলযোগে খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে শিশু জুনায়েদ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সুলাইমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।