মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোছা. হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হালিমা বেগমকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হালিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত হালিমার মেয়ের জামাই মো. সেলিম বলেন, সকাল ১০টার দিকে বাসার সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালিমা বেগম মিরপুর-১১ নম্বরে স্বামী আমজাদ হাওলাদারের সঙ্গে থাকতেন। তাঁদের তিন ছেলেমেয়ে রয়েছে।