প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি : কয়ছর এম আহমদ

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশে এসে ভোট দিতে চায়। প্রবাসীরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে।
সোমবার (১৭ মার্চ) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে কয়ছর এম আহমদ এসব কথা বলেন।
কয়ছর আহমদ বলেন, বাংলাদেশের মানুষ যখন দেশে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন প্রবাসীরাও বিদেশ থেকে আন্দোলন সংগ্রাম করেছে। এ কারণে আওয়ামী লীগের লোকেরা প্রবাসীদের বাড়ি ঘর সম্পত্তি দখল করেছে। প্রবাসীরা দেশে আসতে চায়। তারা তাদের সম্পত্তি আবারও ফিরে পেতে চায়। তারা দেশে এসে বিনিয়োগ করতে চায়। তাই দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক কাবেরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।