সড়ক নিরাপত্তায় বিআরটিএ নোয়াখালী সার্কেলের ‘রোড শো’

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের উদ্যোগে নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে সচেতনতা বৃদ্ধিতে, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে ‘রোড শো’ সম্পন্ন করা হয়।
রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ডের সঙ্গে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রর্দশন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
বিআরটিএ ও পরিবহণ মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই ‘রোড শো’ কর্মসূচি পালন করা হয়। বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিতি ছিলেন মাহবুব রাব্বানী, মোটরযান পরিদর্শক, সুজিত রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিল্লাতুর-রশিদসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ, বিভিন্ন সংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ, নোয়াখালী সার্কেল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী নিয়মিতভাবে সেমিনার/সভার আয়োজন করা হচ্ছে। বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সেমিনার/সভায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ে কর্মরত মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী ও সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়। প্রশিক্ষকরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে রাস্তা পারাপার ও গণপরিবহণে করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়ত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএর চেয়ারম্যানের নির্দেশনা ও বিভাগের পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) সার্বিক তত্ত্ববধানে জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশ, নোয়াখালীর যৌথ অংশগ্রহণে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চলতি মাসে ১২টি অভিযান পরিচালনার মাধ্যমে ২০টি মামলায় ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং উক্ত কার্যক্রম চলমান থাকবে।