ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২১ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ২১ বাংলাদেশি। গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন।
ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ।
ফেরত আসা ব্যক্তিরা খুলনা, বাগেরহাট ও ফরিদপুরের বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ বলেন, আড়াই বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরে বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দুই বছরের কারাদণ্ড দেন আদালত। ভারতের কলকাতা কারাগারে তাদের সাজার মেয়াদ শেষে, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক চিঠি আদান-প্রদানের পর বিশেষ ভ্রমণ পারমিটের মাধ্যমে গতকাল রাতে বেনাপোল হয়ে দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে নিজেদের জিম্মায় নিয়ে গেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার বলেন, ভালো কাজের প্রলোভনে তারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে ভারতের কলকাতা শহরে যান। এ সময় ভারতীয় পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে জেলে পাঠায়। ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে তাদের সহায়তা দেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।