অবৈধ মজুদ ঠেকাতে যৌথবাহিনীর অভিযান, ১০ জাহাজকে জরিমানা

মাদার ভ্যাসেল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসের পর পণ্যবোঝাই জাহাজ সাগরে অলস ভাসছে কি না তা খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথবাহিনী। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) নদী ও সাগরে এ অভিযান চালায়।
দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌ ও বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য ৭২ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট স্থানে যাচ্ছে কি না তার ওপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্যতেলসহ অনান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে মোংলা অঞ্চলে তথ্য পাওয়া না গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে।
নৌপরিবহণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ জানান, বৃহস্পতিবার ৭১টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে ভোজ্যতেলের কোনো জাহাজ পাওয়া যায়নি। তবে খাদ্যশস্যের যে জাহাজগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে খালাস হচ্ছে। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ (৬৯) এ যে সব লাইটার জাহাজ আইন ভঙ্গ করছে, এমন ১০টি লাইটার জাহাজকে সুনির্দিষ্ট ধারায় তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, আমদানি করা পণ্য দেশের বাইরে যাতে পাচার করতে না পারে সেজন্য কোস্ট গার্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং কঠোর নজরদারি করছে। এ ছাড়া গভীর সমুদ্রে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক পাচার বন্ধসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্ট গার্ড কাজ করছে।