মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ঘুমধুম সীমান্তে যুবক আহত

ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) নামের এক যুবক আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের শূন্যরেখা সীমান্ত সংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল বলেন, ‘আহত যুবক বর্তমানে পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।’