বরগুনার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গতকাল শুক্রবার (২১ মার্চ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি মো. সজিবের (৩৫) বাড়ি বরগুনার সদর উপজেলার কালির তবক গ্রামে। তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী শিশু (১৩) নিজ এলাকার পুকুর থেকে হাত-মুখ ধুয়ে বাড়ি ফেরার পথে সজিব তাকে মুখ চেপে ধরে বাগান বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামি সজিব আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে শুক্রবার দিনগত রাতে আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। ইতোমধ্যে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।