বাংলাদেশ মেডিকেল কমিউনিটির আহ্বায়ক কমিটি

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি) পোস্ট গ্র্যাজুয়েশন সংস্কারের উদ্যোগে রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি চিকিৎসকদের নিয়ে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. মাহমুদুর রাহমান চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএমইউর রেসিডেন্ট চিকিৎসক ডা. রোমেনা আফরোজ।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. ফয়সাল লতিফ, ডা. জোবায়দা খানম, ডা. হাবিবুল্লাহ সরকার, ডা. জাবেদ মোর্শেদ, ডা. ইমরান হোসেন মালিখা, ডা. জোবায়ের ইসলাম, ডা. খোরশেদ আক্তার নাঈম, ডা. ফৌজিয়া আফরিন ও ডা. আব্দুল মোস্তাকিম ইমন।
নবগঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে হয়েছেন বিএমইউর রেসিডেন্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রাহমান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) রেসিডেন্ট চিকিৎসক ডা. মামুন আহমেদ ভূঁইয়া।
কমিটিতে ডা. সাজদা আনোয়ার, ডা. ওবায়দুর রহমান ইয়ামিন, ডা. মাহমুদুল হাসান, ডা. সুলতান মাহমুদ আল নাহিয়ান, ডা. মাহমুদা আক্তার মলি, ডা. আরিফুল ইসলাম, ডা. আবু ঈসা নূর, ডা. অমিত হাসান শুভ, ডা. আশরাফুল ইসলাম যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে সদস্য হয়েছেন ডা. সোহেল রানা, ডা. ওবায়দুল ইসলাম, ডা. সোহরাব হোসেন, ডা. ইমরান হোসেন রিফাত, ডা. হাসান হাজারি, ডা. আব্দুল্লাহ আল মুবিন, ডা. তাহসিন মো. জাবির, ডা. আফরিন জাহান, ডা. মো. মেহেদী হাসান, ডা. জারিন তাসনিম, ডা. নাইমুন আক্তার, ডা. মারুফ তালুকদার, ডা. আসাদুল্লাহ আল গালিব, ডা. শহিদুল্লাহ এনাম, ডা. আলকাস তাহমিদ, ডা. আবু সাইদ,ডা. আরাফাত হাসান, ডা. ফয়েজুর রহমান, ডা. রুবাইয়া সাইদ, ডা. এনামুল হক, ডা. এনামুল হক, ডা. শামিমা, ডা. আব্দুস সামাদ প্রমুখ।
উল্লেখ্য, বিএমসি চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, পেশাদার উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই সংগঠনটি চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি বাড়ানোর জন্য কাজ করে এবং স্বাস্থ্য নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।