আশুলিয়ায় যুবদলের ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাবনারটেক রূপায়ণ মাঠে এ ঘটনা ঘটে।
আয়োজকদের অভিযোগ, হামলায় প্রায় দুই হাজার ৫০০ অতিথির জন্য রান্না করা খাবার ফেলে নষ্ট করা হয়েছে।
পাবনারটেক রূপায়ণ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন থানা যুবদলের নেতা জহিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মো. ইদ্রিসের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ও সাউন্ড সিস্টেমের বক্স ভাঙচুর করা হয়। হামলাকারীরা দুটি মোটরসাইকেলও নিয়ে যায়। এ সময় প্রায় আড়াই হাজার লোকের খাবার নষ্ট করে হামলাকারীরা চলে যায়। হামলায় যুবদলের কর্মী সাঈদ, শাহাদাত আহত হয়েছে। এছাড়া, ডেকোরেশনের লোকজনকেও মারধর করা হয়েছে।’
যুবদল নেতা জহিরুল ইসলাম আরও জানান, ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল।
পুলিশ জানায়, হামলার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কথা বলার জন্য থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তিনি কল রিসিভ করেননি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।